Skip to main content

I’m Nasrin Akter, and my country is Bangladesh. I’m Bengali, and our national language is Bangla. The Bangladeshis are hospitable. I’m a visiting student.

My religion is Islam, and Islam is the religion of most people in Bangladesh. Islam to me is the perfection of peace and beauty, which helps my life constantly.

I believe in a sense of human values, that is, in that which increases love and respect of people towards other people. We are “mache vhate Bangali” (mach means fish and vhat means rice), that is to say that Bengali’s main foods are rice and fish curry and I have also been used to this food since childhood, which has now become my favorite. I like to think about and make new plans for the future. I am a simple person. I do not like trouble or complications, so I love to always stay in peace and to have fun all the time.

আমি নাসরিন আক্তার , আমার দেশ বাংলাদেশ , আমি বাঙালি, বাংলা আমাদের রাষ্ট্রিয় ভাষা, বাংলাদেশের মানুষেরা খুব অতিথিপরায়ন হয়,আমি একজন ভিজিটিং ছাত্রি।

আমার ধর্ম ইসলাম, ইসলাম বাংলাদেশের প্রায় বেশি ভাগ মানুষের ধর্ম ,ইসলাম আমার কাছে শান্তি ও সৌন্দর্যের পরিপূর্ণতা, যা আমার জীবনকে প্রতিনিয়ত সাহায্য করে।

আমি মানবিক মূল্য বোধ কে বিশ্বাস করি , অর্থাৎ যা মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও সম্মান বৃদ্ধি করে, আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি  এটা বলতে বোঝায় বাঙালিদের প্রধান খাবার ভাত ও মাছের তরকারি , তাই আমিও ছোটবেলা থেকে এ খাবারেই অভ্যস্ত , যা এখন আমার প্রিয় হয়ে উঠেছে।

ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা করতে ও তা সম্পর্কে ভাবতে আমার ভালো লাগে, আমি একজন সিম্পল মানুষ , কষ্ট ও ঝামেলা আমি পছন্দ করিনা ,তাই সব সময় শান্তি ও মজার মধ্যে থাকতে ভালোবাসি।

Profile Picture

23.810475343658, 90.36228065

Image
Rabindranath's house
Image
Lalon mazar
Image
Rabindranath's house
Which languages do you speak?
Bengali / Bangla, English

Share: